রবি নাম্বার কিভাবে দেখে

রবি নাম্বার কিভাবে দেখে? ২০২২

রবি নাম্বার কিভাবে দেখে?

আপনি হয়তো জাননে না যে রবি নাম্বার কিভাবে দেখে। তাই আপনি আমাদের এই পোস্টে এসেছেন। তো স্বাগতম আপনাকে আমাদের সাইট NOUR 360 – তে।

আজ আমরা রবি নাম্বার দেখার উপায় সম্পর্কে জানবো। যদিও আপনিও জানতে চান রবি নাম্বার চেক করার কোড। তাইলে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। তো আসুন শুরু করি।

রবি নাম্বার চেক কেন করবেন?

অনেক সময় আমাদের নিজের নাম্বার আমরা ভুলে যাই কিংবা আপনার নাম্বার আপনার মুখস্থ থাকে না।

এবং মাঝে মাঝে আমাদের নাম্বারটি জানার বা অন্যকে দেওয়ার প্রয়োজন পরে থাকে।

মানে করেন, আপনি ফেক্সিলোডের দোকান থেকে ইন্টারনেট অফার কিনতে চাচ্ছেন। এক্ষেত্রে অবশ্যই আপনার নাম্বারটি আপনার কাংখিত ফেক্সিলোডের দোকানে দিতে হবে।

See also  রবি মিনিট চেক কোড ২০২২ - Robi Minute Check

আর সাধারনত এর জন্যই আমাদের রবি নাম্বার চেক করতে হয়।

রবি নাম্বার দেখার নিয়ম – ধাপ : ১

রবিতে আপনার সিমের নাম্বার দেখতে প্রথমে চলে যান আপনার ডায়েল প্যাডে। তারপর ওই ডায়েল প্যাডে গিয়ে টাইপ করুন *1402*4#. ডায়েল করার সাথে সাথেই আপনি আপনার রবি নাম্বারটি দেখতে পাবেন।

রবি নাম্বার দেখার উপায় – ধাপ : ২

যদি উপরের দেয়া ধাপটি অনুসরণ করেও আপনি রবি নাম্বার চেক করতে সফল না হন।

তাহলে এই ধাপটি অনুসরণ করে দেখতে পারেন। তো আবারও চলে যান ডায়েল প্যাডে এবং ডায়েল করুন : *3#। ডায়েল করলেই দেখতে পাবেন আপনার রবি নাম্বারটি।

রবি নাম্বার কিভাবে দেখে? – ধাপ : ৩

যদি উপরে দেওয়া ২টি ধাপগুলো ফলো করার পরও আপনি আপনার রবি নাম্বারটি দেখতে না পারেন।

তাহলে এই ৩য় ধাপটি অনুসরণ করুন। বরাবরের মতো এবারও চলে যান আপনার ডায়েলার প্যাডে, এবং ওইখানে গিয়ে ডায়েল করুন : *2#। এই কোডটি ডায়েল করে দেখে নিন আপনার রবি নাম্বার।

See also  বাংলালিংক মিনিট চেক কোড ২০২১ - Banglalink Minute Check

আমাদের শেষ কথা

আশাকরি আপনি রবি নাম্বার কিভাবে দেখে সেটা বুঝে গেছেন। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও রবি নাম্বার দেখার নিয়ম জানার সুযোগ করে দিন।

সর্বশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Scroll to Top